বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ছুটিকালীন সময়ে আপিল বিভাগের চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম পরিচালনাকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা আগামী ২৭শে এপ্রিল পর্যন্ত অনিবার্য কারণবশত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Read More News
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাথে আলোচনা করে এবং অন্যান্য আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে ২৩শে এপ্রিল ২০৪ নং বিজ্ঞপ্তি দ্বারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি মো. নুরুজ্জামান আপিল বিভাগের চেম্বার কোর্টে বসবেন এবং হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি ওবায়দুল হাসান মহোদ্বয় অধিক্ষেত্রের অতীব জরুরী বিষয়সমূহ শুনানির নিমিত্তে হাইকোর্ট বিভাগের কার্যক্রম পরিচালনা করবেন মর্মে জানানো হয়। কিন্তু অনিবার্য কারণবশত: বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা আগামী ২৭শে এপ্রিল পর্যন্ত স্থগিত করা হলো।