করোনায় দেশে নতুন আক্রান্ত ৫০৩, মোট আক্রান্ত ৪৬৮৯

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৫০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬৮৯ জন। এছাড়া করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪ জন। মৃতদের মধ্যে ৪ জনই পুরুষ। যাদের বয়স ৫১ থেকে ৬০ এর মধ্যে। তারা সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে। ২৪ ঘণ্টায় ১২৩ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
Read More News

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬৮৬ জনের। এরমধ্যে দেশে একদিনে সর্বাধিক ৫০৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত ২৪ ঘণ্টায় যা নমুনা পরীক্ষা করেছি তা গতকালের চেয়ে ৭.৯ শতাংশ বেশি। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *