করোনা আক্রান্ত ডা. মাসুদকে হেলিকপ্টারে ঢাকায় নেয়া হলো

করোনা পজেটিভ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (ইউরোলজি বিভাগ) ডা. মাসুদ আহমেদকে (৫৫) ঢাকায় নেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টা দিকে তাকে বহনকারী বিমানবাহিনীর হেলিকপ্টার রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করে। এর আগে রাত ৯টা ২৫ মিনিটে ডা. মাসুদকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

জানা গেছে, করোনা বিস্তারের মধ্যে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন ডা. মাসুদ আহমেদ। এরই মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি। গত ১৮ এপ্রিল তারসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে একমাত্র করোনা শনাক্ত হওয়া রোগী ডা মাসুদ আহমেদ। খুলনা জেলায় তিনিই প্রথম করোনা শনাক্ত হওয়া চিকিৎসক।
Read More News

শনিবার করোনা পজেটিভ হওয়ার পর খুলনায় চিকিৎসাধীন ছিলেন ডা. মাসুদ। এরপর তাকে খুলনা ডায়বেটিক হাসপাতালে আইসোলিশনে রাখা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়। এরপরই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তে তাকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়।

সরকারের একান্ত সদিচ্ছা এবং খুলনা জেলা প্রশাসকের সমন্বয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *