করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডে প্রযোজক-পরিচালক করিম মোরানির মেয়ে শাজা ও জোয়া। সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা পরিবারকে কোয়ারানটিন করা হয়েছে।
জোয়া বলিউডে আর কিছুদিনের মধ্যেই অভিনেত্রী হিসেবে পা রাখতে চলেছিলেন। ২০১১ সালে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা তাঁকে আলি ফাজলের বিপরীতে কভি কভি-তে লঞ্চ করেছিল। করিম মোরানির বড় মেয়ে কিছুদিন আগেই অস্ট্রেলিয়া থেকে ফিরেছিলেন। সেখান থেকেই উপসর্গ এসেছে বলে মনে করছে করিম মোরানির পরিবার।
মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে শাজাকে। তাঁদের জুহুর বাড়িতে সেল্ফ কোয়ারানটিনে রয়েছেন পরিবারের নয় সদস্য। এদের সবারই করোনাভাইরাসের পরীক্ষা করা হবে।
Read More News
শাহরুখ খান অভিনীত রা ওয়ান এবং চেন্নাই এক্সপ্রেসের মতো ছবির প্রযোজনা করেছেন করিম মোরানি। মুম্বই পুরসভার অফিসাররা তাঁর বাড়ি পরিদর্শনে আসবেন বলে জানা গিয়েছে।