বিশ্বব্যাপী করোনার ছোবলে আর্থিক সঙ্কটে পড়েছে এয়ারলাইন্সগুলো। ইতোমধ্যে সংক্রমণ কমাতে বেশির ভাগ দেশই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এতে ফ্লাইট কমে গেছে এয়ারলাইন্সগুলোর। ফলে লোকসানে পড়েছে এয়ারলাইন্সগুলো। এমতাবস্থায় লোকসান এড়াতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে এসব প্রতিষ্ঠান।
যুক্তরাজ্যেরর সব থেকে বড় এয়ারলাইন ব্রিটিশ এয়ারওয়েজ ৩৬ হাজার কর্মীকে বরখাস্তের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিবিসি এ তথ্য জানিয়েছে।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইউনাইটেড ইউনিয়নের সাথে আলোচনা করে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। মূলত করোনাভাইরাসের কারণে তারা তাদের কর্মীদের ছাঁটাই করবে।
Read More News
চুক্তিতে বলা হয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজ তাদের কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলীসহ প্রধান কার্যালয়ে কর্মরত প্রায় ৮০ ভাগ কর্মীকে ছাঁটাই করবে। সিদ্ধান্ত গ্যাটউইক এবং লন্ডন সিটি বিমানবন্দরের সমস্ত কর্মীদের উপর প্রভাব ফেলবে। তবে চাকরি হারানো ব্যক্তিরা কিছু বেতন পাবে।