ঢালিউডের জনপ্রিয় তারকা শাবনূর বিচ্ছেদের পর ঢালিউড পাড়ায় নতুন করে আলোচনা হচ্ছে যে, শিগগিরই আবার বিয়ে করবেন চলচ্চিত্রের এই অভিনেত্রী। তবে কি নতুন কারও সঙ্গে শিগগিরই ঘর বাঁধবেন শাবনূর।
শাবনূর জানান, নতুন বিয়ে নিয়ে তার কোনো চিন্তা নেই। তিনি বলেন, সংসার হয়নি আমার। হয়তো এটা আমার ভাগ্যে ছিল না। তাই বলে যে আবার বিয়ে করব, এমনটা ভাবাও এই মুহূর্তে ঠিক হচ্ছে না। আমি এখন আমার সন্তানকে নিয়েই ভাবছি। ওকে গড়ে তোলার কাজে মনোযোগী হব।
Read More News
আইজান (শাবনূরের সন্তান) স্কুলে ভর্তি হয়েছে। নিয়মিত ক্লাস করছে। এদিকে স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা একেবারে গোপনে করতে চেয়েছিলেন চিত্রনায়িকা শাবনূর। আমার বিচ্ছেদ একান্তই আমার ব্যক্তিগত। এটা নিয়ে কেউ কথা না বললেই আমি ভীষণ খুশি হব।
উল্লেখ্য, ২০১২ সালের ২৮শে ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন শাবনূর ও অনীক মাহমুদ। বিয়ের পরের বছরের ২৯ শে ডিসেম্বর এই দম্পতি ছেলেসন্তানের মা-বাবা হন। তাদের ছেলের নাম আইজান নেহান। বর্তমানে আইজান অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গেই আছেন।