গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই তিন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। তাৎক্ষণিকভাবে প্রাইভেটকারের আরও দুই যাত্রীকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
Read More News
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা ওসি জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি ঢাকায় যাচ্ছিলো। মুকসুদপুর উপজেলার দিগনগরে স্পিডব্রেকার ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়।।