মুক্তি পেতে যাচ্ছে ‘জ্বীন’

‘জ্বীন’ ছবির আরও একটি নতুন পোস্টার উন্মুক্ত হলো। অভিনেতা নাদের চৌধুরীর পরিচালনায় ছবিতে নায়িকা পূজা চেরিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এর আগে ছবির আরেকটি পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে। ১৩ই মার্চ মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
Read More News

নতুন পোস্টারে ‘জ্বীন’ ছবির নায়িকা পূজা চেরিকে একটি পুরানো বাড়িতে ভয়ঙ্কর দৃষ্টিতে শূন্যের উপর ভাসতে দেখা গেছে। পূজার সাদা জামায় ও বাড়ির দেয়াল জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। পিছনের জানালা দিয়ে সাদা তীব্র আলোর ছটা। পূজাকে ঘিরে আগুন জ্বলছে।

পূজা গণমাধ্যমকে বলেন, এ ছবিতে আমাকে দর্শকরা ভিন্নরুপে দেখতে পাবেন। হরর থ্রিলার গল্পের সিনেমা এটি। পূজার বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন সজল। ছবিটিতে সজল পূজার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রয়েছে আরেকটি জুটি রোশান ও মুন।

নাদের চৌধুরী পরিচালিত সত্য কাহিনী অবলম্বনে ভৌতিক এ ছবির গল্প তৈরি করা হয়েছে জ্বীনকে কেন্দ্র করে। তিনি সিনেমাটি নিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, বেশ বড় ফ্রেমের ছবি ‘জ্বীন’। শুটিং পর্ব দ্রুত শেষ করে এর দৃশ্য সম্পাদনার কাজ হয়েছে কলকাতায়। এরপর ভিএফক্সের কাজ হয় রেড চিলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *