বলিউডের অন্যতম ফিট এবং ফিটনেস ফ্রিক অভিনেতা শাহিদ কাপুরের স্ত্রী তিনি। তাঁর ওয়র্কআউটের ক্ষেত্রে তাই স্বামী শাহিদ কাপুরের থেকেই নানা সময়ে নানা পরামর্শ পেয়ে থাকেন মীরা রাজপুত। তিনি নিজেও অবশ্য খুবই স্বাস্থ্য সচেতন। তাই তো প্রতিদিন নিয়ম করে জিমে গিয়ে ঘাম ঝরান।
Read More News
তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টেই মিলল জিম-প্রীতির প্রমাণ। ৪০ কেজি ওজন কাঁধে নিয়ে তাঁকে স্কোয়াট করতে দেখা যাচ্ছে মীরাকে। এই ওয়র্কআউট ভিডিয়োটি শেয়ার করা হয়েছে মীরা রাজপুত যেখানে ওয়র্কআউট করেন সেই জিমের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
দেখে নিন কীভাবে দুই সন্তানের জন্মের পরেও পারফেক্ট টোনড শরীর তৈরি করেছেন মীরা রাজপুত কাপুর।