তাপস পালের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত৷ ট্যুইটে মাধুরী লিখলেন, ‘আমার কেরিয়ারের শুরুর দিকে তাঁর সঙ্গে অভিনয় করেছি৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকাহত৷ তাঁর আত্মার শান্তি কামনা করি৷ পরিবারকে সমবেদনা জানাই৷’
Read More News
নায়িকা হিসেবে ১৯৮৪ সালে রাজশ্রী প্রোডাকশনের ‘অবোধ’ ছিল মাধুরীর প্রথম ছবি। এই ছবিতে তাপস পালের সঙ্গে জুটি বেঁধেছিলেন মাধুরী। ছবিটি বক্স অফিসে তেমন না চললেও, তাপস ও মাধুরীর জুটি প্রশংসা পায় সমালোচকদের কাছে। মাধুরী পান তার প্রথম নায়ক।
‘অবোধ’ ছবিতে মাধুরী সদ্য বিয়ে হওয়া এক সরল মেয়ে। আর তাপস পাল তার স্বামী। বিয়ের মানেই বোঝে না মাধুরী। তার চরিত্রের নাম ছিল ‘গৌরী’। আর তাপস পাল তার স্বামী ‘শঙ্কর’।
প্রায় ১৭ দিন মুম্বাইয়ের একটি হাসপাতালে ভেন্টিলেশনের ছিলেন তাপস পাল। সেই খবরটিও অনেকেই জানতেন না। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Sildenafilgenerictab News Bangla News Paper