একসময় টেলিপর্দা দিয়েই যাত্রা শুরু হয়েছিল মিমি চক্রবর্তী, পার্নো মিত্র, ঋতাভরী চক্রবর্তী থেকে শুরু করে আরও অনেকেই আছেন।
এছাড়াও ছোট পর্দায় সঞ্চালক এবং বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে যিশু, শ্রাবন্তী, শুভশ্রীর মতো তারকাদের। কিছুদিন আগেই টেলিপর্দায় কামব্যাক করেছেন পার্নো মিত্র।
এবার ফিরছেন প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কারও অভিনয় শুরু টেলিভিশন থেকেই। খেলা, নানা রঙের দিনগুলিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। এবার তিনি ফিরছেন সঞ্চালকের ভূমিকায়। সান বাংলা সুপার ফ্যামিলি এই নন ফিকশন শোয়ের সঞ্চালক হিসেবেই দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
Read More News
১০ ফেব্রুয়ারি বিকেল ৪.৩০ থেকে দেখা যাবে এই মজার গেম শো। আপাতত যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর আসন্ন সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। শ্যুটিং শেষ হলেই তিনি ব্যস্ত হয়ে পড়বেন এই গেম শো নিয়ে।
Sildenafilgenerictab News Bangla News Paper