চলচ্চিত্রের জনপ্রিয় মুখ চম্পা। নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি লম্বা সময়। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও অভিনয় করতে দেখা যায় তাকে। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন চম্পা।
সমপ্রতি এই অভিনয়শিল্পী শুটিং শেষ করছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমার। এ ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। চম্পা ছবিটি নিয়ে বলেন, এই ছবির গল্পটা খুব সুন্দর। গতানুগতিকতার বাইরে গল্প বলার চেষ্টা করেছেন পরিচালক।
ছবির পরিচালক চয়নিকা চৌধুরীর সঙ্গে আমার প্রথম কাজ ছিল এটি। খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। সব ছবিতে নায়ক-নায়িকার ব্যাপারটাই আমাদের চোখে পড়ে, এখানে এ বিষয়টি নেই। ছেলের সঙ্গে মায়ের সুন্দর সম্পর্কের গল্প দর্শকরা এ সিনেমায় দেখতে পাবেন। ছবিতে পরীমনি ও সিয়াম বেশ ভালো কাজ করেছেন। এ সিনেমাটি সামনে মুক্তি পাবে। ছবিটি নিয়ে আমি আশাবাদী।
Read More News
আরেকটি ছবিতে কাজ করছেন চম্পা। এম রাহিম পরিচালিত এ ছবির কাজও শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে সিনেমার প্রোডাকশন কম হচ্ছে। ব্যবসা সফল সিনেমার সংখ্যাও বছরে কমে যাচ্ছে। এসব বিষয়ে চম্পা বলেন, এক সময় আমাদের পাশের দেশ কলকাতার সিনেমার অবস্থাও খারাপ ছিল। কিন্তু তারা সেই সংকটটা অনেকটাই কাটিয়ে উঠেছে। অন্যদিকে আমাদের আলো-ঝলমলে এই ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা খুব খারাপ। দু-চারটা ভালো ছবি হচ্ছে। আমার পরামর্শ হচ্ছে, এ সংখ্যা আরো বাড়াতে হবে। সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে। তাহলে অবস্থার পরিবর্তন হবে।