ফারহান-কীর্তনখোলা দুই লঞ্চের সংঘর্ষে মা ও শিশুর মৃত্যু

গতকাল রোববার রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা-বরিশাল নৌপথের মেঘনা নদীর মাঝেরচর এলাকায় ফারহান-৯ লঞ্চের ধাক্কায় কীর্তনখোলা-১০ লঞ্চটি দুমড়ে-মুচড়ে গেছে।

দুই লঞ্চের সংঘর্ষে এক নারী ও তার সাত বছরের ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। নিহতরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের রুবেল খান আব্বাসের স্ত্রী মাহমুদা বেগম (২৮) ও তার ছেলে মমিন খান (৭)। নিহত দুজনসহ আহত তিনজন কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী। বাকি আহতরা ফারহান-৯ লঞ্চের যাত্রী।

দুর্ঘটনার সময় লঞ্চের নিচতলার ডেকে স্ত্রী-সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন রুবেল খান। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী মাহমুদা ও ছেলে মমিন।
Read More News

গতকাল রাত ৯টার দিকে কীর্তনখোলা-১০ লঞ্চটি বরিশাল থেকে ঢাকা ছেড়ে যায়। অপরদিকে ফারহান-৯ লঞ্চটি ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়ার হুলারহাট যাচ্ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *