আশুতোষ গোয়ারিকর পিরিয়ড ড্রামা ‘পানিপথ’-এ সদাশিব রাও-এর স্ত্রী পার্বতীবাঈ-এর চরিত্রে দেখা যাবে কৃতী স্যাননকে। তাঁর ফার্স্ট লুক সামনে আসতেই প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত চরিত্র কাশীবাঈ-এর সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে কৃতীর।
Read More News
সম্প্রতি একটি পার্টিতে মুখোমুখি দেখা হয়েছিল প্রিয়াঙ্কা ও কৃতী-এর। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার সঙ্গে একটি ছবি শেয়ার করে কৃতী লিখলেন,’যখন কাশীবাঈয়ের সঙ্গে দেখা হয় পার্বতীবাঈ-এর। তোমার সঙ্গে দেখা করার মুহূর্ত সব সময়ে খুব স্পেশাল হয় পিসি। ’

দু’জনের কথা হল, কৃতী জানালেন, ‘পার্বতীবাঈ-এর পোশাকে কোকা কোলা নিয়ে ভ্যানিটি ভ্যানে আমার নাচের ভিডিয়োটা প্রিয়াঙ্কা দেখেছে। বলল, নিজের সঙ্গে খুব মিল পেয়েছে। ও নাকি সেটের বাইরে কাশীবাঈ-এর চরিত্র নিয়ে আসত না। দারুণ মজার সব আলোচনা হল আমাদের।’
প্রিয়াঙ্কার সঙ্গে যে এই তুলনা চলে আসছে, কী মনে হচ্ছে তাঁর। কৃতীর স্পষ্ট বক্তব্য, ‘আমি যখন ছবিটির অফারে সই করেছিলাম, তখনই জানতাম তুলনা হবে। সেভাবে দেখতে গেলে বাহুবলীর সঙ্গেও পদ্মাবতের তুলনা টানা হয়েছিল। পানিপত আর বাজিরাও-এর প্রেক্ষাপট প্রায় সমসাময়িক। সেটের মধ্যেও মিল রয়েছে, কারণ পেশওয়ারা শনিওয়ার ওয়াডাতে থাকতেন, এবং তাঁদের পোশাকেও বিশেষত্ব ছিল। আশা করছি শুধুমাত্র ট্রেলার দেখে কোনও সিদ্ধান্তে দর্শকরা পৌঁছাবেন না।’
Sildenafilgenerictab News Bangla News Paper