প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন অভিনীত সাড়া জাগানো ছবি দোস্তানা মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। ১১ বছর পর করণ জোহর এই ছবির সিক্যুয়েল তৈরিতে হাত দিলেন। প্রথমবার বড় পর্দায় দেখা যাবে কার্তিক আরিয়ান এবং জাহ্নবী কাপুরের জুটিকে। সঙ্গে থাকবেন নবাগত লক্ষ্য। দোস্তানা ২-ই হতে চলেছে লক্ষ্য-এর প্রথম ছবি।
এই ছবি ঘিরে দর্শকের উত্সাহের শেষ নেই। প্রথম দফার শ্যুটিং শুরু হয়েছে চণ্ডীগড়ে। সোশ্যাল মিডিয়ায় ক্ল্যাপবোর্ডের ছবিও শেয়ার করেছেন কার্তিক। চণ্ডীগড়ের শ্যুটিং শেষে দিল্লিতে কাজ শুরু করার কথা ছিল দোস্তানা ২-এর। কিন্তু আপাতত এই সম্ভাবনা বাতিল হয়েছে। রাজধানীর বায়ু দূষণ চরমে পৌঁছানোয় শ্যুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
Read More News
জানা গিয়েছে শ্যুটিংয়ের জন্যে দিল্লি পৌঁছালেও, ধোঁয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল অভিনেতা এবং কলা-কুশলীদের। এমনকি ক্যামেরার লেন্সও ঝাপসা হয়ে যাওয়ায় কোনও শটই ঠিক ভাবে নেওয়া যাচ্ছিল না। অগত্যা, দিল্লির বায়ু দূষণের মাত্রা না কমা পর্যন্ত সেখানে শ্যুটিং হবে না বলেই জানা গিয়েছে। করণ জোহর প্রযোজিত দোস্তানা ২ পরিচালনা করছেন কলিন ডি’কানহা।
Sildenafilgenerictab News Bangla News Paper