সব ভাষার ছবিতে দারুণ অভিনয় নৈপুণ্য দেখিয়ে দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন রাধিকা আপ্তে। এবার প্রথমবার পরিচালকের আসনে বসেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছেন রাধিকা। এর নাম রাখা হয়েছে ‘স্লিপওয়াকার্স’। ইতোমধ্যে শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করেছেন বলিউডের শাহানা গোস্বামি ও গুলশান দেবিয়াহ।
Read More News
রাধিকা জানান, ‘স্লিপওয়াকার্স’ ছবিতে সম্পর্কের সংকট প্রতিফলিত হবে, যা মেটাতে সবারই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া দরকার। এদিকে রাধিকাকে সবশেষ সাইফ আলি খানের ‘বাজার’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় দেখা গেছে। তার অভিনীত পিয়া সুকন্যার ‘বোম্বাইরিয়া’ মুক্তির প্রতীক্ষায় আছে। ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিস’-এর সুবাদে এ বছর আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি।
Sildenafilgenerictab News Bangla News Paper