আজ রাতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের শুভ বিবাহ। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে এই অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। গতকাল বৃহস্পতিবার ছিল তার গায়ে হলুদ। রাজধানী ঢাকার একটি অভিজাত ক্লাবে তার হলুদসন্ধ্যার আয়োজন করা হয়।
Read More News
পাত্র দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহের। নেহাল পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার দেশের বাড়ি চাঁদপুর। বর্তমানে তিনি একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত আছেন। নেহালের বাবা মরহুম আবু তাহের ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপ মহাপরিচালক ও মা উম্মে কুলসুম ঢাকার একটি কলেজের কো-অর্ডিনেটর অফিসার।
প্রসঙ্গত, ২০১৪ সালে মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন সাবিলা নূর। এরপর একাধিক বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। সাবিলা অভিনীত প্রথম নাটক ‘ইউ টার্ন’।

Sildenafilgenerictab News Bangla News Paper