শ্রীদেবী-বনি কাপুর কন্যা জাহ্নবী কাপুর ধড়ক দিয়ে বলিউডে পা রেখেছিলেন। তারপর আর তাঁকে পিছন ফিরে দেখতে হয়নি। হাতে রয়েছে বেশ কিছু বিগ বাজেট ছবি। তালিকায় রয়েছে গুঞ্জন সাক্সেনার বায়োপিক, রুহি আফজা, দোস্তানা ২।
Read More News
একটি বিশেষ ছবিতে কাজ করতে চলেছেন জাহ্নবী। জানা গিয়েছে বাবা বনি কাপুরের প্রযোজনায় একটি ছবি করতে চলেছেন তিনি। প্রাথমিকভাবে ছবির নাম ঠিক হয়েছে বম্বে গার্ল। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। এই ছবিতে একেবারে অন্য অবতারে দেখা যাবে জাহ্নবীকে। বনি কাপুর ছাড়াও এই ছবির প্রযোজনায় রয়েছেন মহাবীর জৈন। বম্বে গার্ল ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় ত্রিপাঠী।
Sildenafilgenerictab News Bangla News Paper