বলিউড অভিনেত্রীদের নিয়ে সকলের মধ্যেই আকর্ষণ থাকেই৷ তাঁরা কী করেন তাঁরা কী পরেন এই সবকিছুই জানতে চান সাধারণ মানুষ৷ বলিউড থেকে টলিউড সমস্ত রূপোলি পর্দার তারকাদের ঘিরে এই আগ্রহ থেকে তাঁদের বিশাল বড় ফ্যানবেস তৈরি হয়৷ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে অতি সহজেই জানা যায় এই সব তারকাদের কতজন ফ্যান-ফলোয়ার রয়েছেন৷ ইলিনা ডি ক্রুজ এইরকমই হট তারকাদের একজন৷
তন্বী ছিপছিপে এই সুন্দরী অবতার ফ্যানদের মন জয় করে নেন৷ শুধুমাত্র ইনস্টাগ্রামেই ইলিনার সাড়ে দশ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছেন৷
Read More News
এবার তার লাস্ট বেলি ডান্সের ভিডিও ভাইরাল হয়েছে৷ একাধিক ফ্যান সুন্দরীর ছিপছিপে কটিদেশের কেঁপে ওঠা দেখে নতুন করে ফিদা হয়ে গেছে৷ আর এত আনন্দ কেন জানেন৷ সেটাও অভিনেত্রী লিখেছেন ট্যাগলাইনে৷ তিনি জানিয়েছেন আজ একটু কার্ডোহাইড্রেড খেতে পারবেন ৷ অর্থাৎ ভাত-রুটি খাওয়া যাবে আর কি ৷
বলিউড অভিনেত্রী যার ক্যারিয়ারের ৯০ শতাংশ ছবিই সুপারহিট, নয়তো ব্লকবাস্টার হিট হয়েছে। ২০০৬ সালে তেলেগু চলচ্চিত্র দেবাদাসু এ অভিনয়ের জন্য তিনি ২০০৬ সালের সেরা নবাগত মহিলা বিভাগে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। পোকিরি (২০০৬), কিক (২০০৮) এবং জুলায়ি (২০১২) চলচ্চিত্রে তার উপস্থিতি দেখা যায়।
Sildenafilgenerictab News Bangla News Paper