আবারও বিয়ের পিঁড়িতে বসছেন পিয়া বিপাশা। সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। পরিবারের পছন্দেই বিয়ে করছেন তিনি।
এর আগেও পিয়া বিপাশা বিয়ে করেছিলেন। তবে সে সংসার টেকেনি। তার একমাত্র মেয়ে সোহা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) গ্রেড টুতে পড়ে।
Read More News
পিয়া বলেন, তার হবু বর ইউরোপের নাগরিক। তবে এখনই পাত্রের পরিচয় জানাতে চান না তিনি। পরিবারের পছন্দেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। গত ২১ জুলাই বাংলাদেশে আমাদের আংটি বদল হয়েছে।
২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু হয় পিয়া বিপাশার। ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার।
Sildenafilgenerictab News Bangla News Paper