বয়ফ্রেন্ড রোহমান শল ও মেয়েদের নিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন সুস্মিতা সেন। সৈকতে প্রকৃতিকে উপভোগ করার একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবিতেই তপ্ত ইন্টারনেট।
Read More News
নিজের জীবন সম্পর্কে সবসময়ই ভক্তদের আপডেট দিতে অভ্যস্ত প্রাক্তন বিশ্বসুন্দরী। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে মাঝেমধ্যেই পোস্ট করেন নানা ছবি ও ভিডিয়ো। মালদ্বীপে বেড়াতে গিয়েও তার অন্যথা হয়নি। সৈকতে নিজের যে ছবি সুস্মিতা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, তাতে দুরন্ত দেখাচ্ছে তাঁকে। হল্টার নেক লাল বিকিনি ও কালো মিনি স্কার্টে মোহময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী। ক্যাপশনে জানিয়েছেন, ছবিগুলি তুলেছেন তাঁর কন্যা আলিয়া সেন। মেয়ের ফটোগ্রাফিরও প্রশংসা করেছেন সুস্মিতা।
Sildenafilgenerictab News Bangla News Paper