আগামী ৪ অক্টোবর ঢালিউডের আলোচিত ছবি ‘শাহেনশাহ’ মুক্তি পাচ্ছে। ছবিটির ‘ও প্রিয়া’ শিরোনামে একটি গান প্রকাশ করা হয়। রোমান্টিক এ গানে নজর কেড়েছে শাকিব খান ও নুসরাত ফারিয়ার রসায়ন। গানটি ৬ লাখ এর বেশি বার দেখেছে। গানটির প্রশংসা করেছেন অনেকে।
Read More News
অশোক সিংয়ের গাওয়া এ গানটির শুটিং হয়েছে থাইল্যান্ডে। নায়িকা নুসরাত ফারিয়া তার ফেসবুকে লিখেছেন, গানটি তারও পছন্দ। গানটির সঙ্গে জড়িয়ে থাকা সবকিছুই তার ভালো লেগেছে।
জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা গানটি সম্পর্কে বলেছেন, গানটা শুনতে খুব ভালো হয়েছে। শাকিব খানের এত রোমান্টিক ফেইস আমি আগে কোন গানে দেখিনাই। আর নুসরাত ফারিয়া লুকস বিউটিফুল অ্যাজ অলওয়েজ। শাকিব খান এবং নুসরাত ফারিয়ার জুটি খুব সুন্দর।
শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ছবিতে আরও অভিনয় করেছেন রোদেলা জান্নাত, উজ্জ্বল, মিশা সওদাগর, আহমেদ শরীফ, ডন প্রমুখ।
Sildenafilgenerictab News Bangla News Paper