গত বছর বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া বিয়ে করেছেন অঙ্গদ বেদিকে। তার পর বিভিন্ন কারণে খবরে এসেছেন এই দম্পতি। সম্প্রতি তাঁদের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই ছবিতে বিকিনি পরে অঙ্গদের সঙ্গে খুনসুটিতে মজেছেন ৩৮ বছরের এই বলিউড অভিনেত্রী।
ছুটি কাটাতে অঙ্গদ ও নেহা গিয়েছেন মালদ্বীপে। তাঁদের সেই সময় কাটানোর ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রবিবার পোস্ট করেছেন নেহা। সেই ছবিতে নেহাকে দেখা যাচ্ছে লাল-সাদা ববি প্রিন্টের বিকিনিতে। সেই পোশাক পরে স্বামী অঙ্গদের সঙ্গে সেলফি তুছেন নেহা। আর দু’জনের চোখেই ম্যাচিং সানগ্লাস। এ ভাবেই মালদ্বীপে বসে গায়ে রোদ মাখছেন হাই প্রোফাইল এই দম্পতি।
Read More News
সেই ছবি শেয়ার করে নেহা লিখেছেন, ‘উইকএন্ডে সমুদ্রের ধারে কাটছে সময়।’ আর রবিবার এই ছবি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ২ লক্ষ ও বেশি লোক দেখে ফেলেছেন নেহাদের ছুটি কাটানোর সেই ছবিগুলি।
Sildenafilgenerictab News Bangla News Paper