বরগুনার আলোচিত আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১৪ আসামিকে আদালতে হাজির করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে তাঁদের হাজির করা হয়। পরে আদালতের কার্যক্রম শেষে সব অভিযুক্তকে আবার জেলহাজতে পাঠানো হয়। আগামী ৩ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
Read More News
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের বলেছেন, আজ এ মামলার চার্জশিট দাখিল করার কথা থাকলেও পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেনি। তাই আগামী ৩ সেপ্টেম্বর এ মামলার চার্জশিট দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত।
রিফাত শরীফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত এ মামলার এজাহারভুক্ত সাত আসামি ও হত্যায় জড়িত সন্দেহে আরো আট অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ১৫ জনের সবাই রিফাত হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর এ মামলার এজাহারভুক্ত চারজন অভিযুক্ত এখনো পলাতক রয়েছেন।
Sildenafilgenerictab News Bangla News Paper