আইএস কমান্ডার শিশানির মৃত্যু নিশ্চিত করল পেন্টাগন

সিরিয়ায় যুক্তরা্রের বিমান হামলায় গুরুতর আহত ইসলামিক স্টেটের (আইএস) সামরিক কমান্ডার আবু ওমর আল-শিশানি মারা গেছেন। পেন্টাগন এই তথ্য নিশ্চিত করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শাহদাদি শহরে যুক্তরা্রের বিমান হামলায় ওমর শিশানি মারাত্মক আহত হন এবং পরবর্তী সময়ে মারা যান।

এরআগে যুক্তরাষ্ট্র জর্জিয়ার নাগরিক শিশানি বিমান হামলায় নিহত হয়েছেন দাবি করলেও দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী গোষ্ঠী দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছিল, শিশানি মারাত্মক আহত হয়েছেন।
Read More News

সংগঠনটির পরিচালক রমি আব্দুল রহমান রয়টার্সকে বলেছিলেন, তিনি (আবু ওমর আল-শিশানি) মারা যাননি। তবে মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য রাক্কায় নিয়ে যাওয়া হয়েছে।

শিশানির প্রকৃত নাম তারখান বাতিরাশভিলি। বিমান হামলায় তার বেশ কয়েকজন দেহরক্ষী নিহত হন।

পেন্টাগনের মুখপাত্র নিশ্চিত করেছেন, তাদের সর্বসাম্প্রতিক মূল্যায়ন এই যে, তিনি (শিশানি) মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *