তুরস্কের বোদরুমে বিয়ে করছেন নুসরত। আর সেখানে টলিউড থেকে একমাত্র উপস্থিত মিমি। বন্ধুর বিয়েতে পৌঁছে নিজেই ছবি শেয়ার করলেন অভিনেত্রী। মিমি হ্যাশট্যাগে লিখেছেন, ‘এনজেঅ্যাফেয়ার’ অল সেট।
Read More News
আজ বোদরুমে নুসরতের মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান। আগামীকাল নিখিল জৈনের সঙ্গে বিয়ে। সদ্য সাংসদ নির্বাচিত হয়েছেন দুই নায়িকা। কিন্তু সংসদের প্রথম দিনেই অনুপস্থিত তাঁরা।
দেশে ফিরে ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরত-নিখিল। বিয়েতে নুসরত পরছেন ডিজ়াইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহঙ্গা। নিখিলও সব্যসাচীর পোশাক পরবেন। এক-একটি অনুষ্ঠানের জন্য থিম অনুযায়ী পোশাক বেছেছেন নায়িকা। ইয়ট পার্টিতে সামার ফাঙ্ক। নায়িকার মেহেন্দির থিম বোহেমিয়ান। সেখানেও মানানসই ডিজ়াইনার ওয়্যার। সঙ্গীতের জন্য ইন্দো-ওয়ের্স্টান পোশাক বেছেছেন নুসরত। বিয়ের পরে রাতের পার্টিতে নায়িকা আবার ফিরে যাবেন ওয়েস্টার্ন গ্ল্যামারাস পোশাকে। হোয়াইট ওয়েডিংয়ের জন্য নুসরত বেছেছেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে ড্রেস।
Sildenafilgenerictab News Bangla News Paper