আজ পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে গিয়ে এই দৃশ্য দেখা গেছে।
সকালে ঢাকায় ঈদ পালন করে আজ শ্বশুরবাড়ি কুমিল্লা যাচ্ছেন এনা। প্রত্যেক বছরই ঈদের দিনটা ঢাকায় থাকি। পরে স্বামী সন্তানসহ শ্বশুরবাড়িতে যাই। সেখানে মজা হয়।
Read More News
এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়েও দেখা গেছে একই চিত্র। সকাল থেকেই যাত্রীরা এখান থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, বগুড়া, শেরপুরসহ বিভিন্ন স্থানে যাচ্ছেন বলে কাউন্টার থেকে জানানো হয়েছে।
ঈদের আগে ভিড় থাকায় চিকিৎসক রিতা ঢাকা ছাড়েননি। কিন্তু এখন ভিড় কম আর সরকারি ছুটিও রয়েছে তিন দিন। তাই আজ সকালে বাবার বাড়ি ময়মনসিংহ বেড়াতে যাচ্ছেন। আগামী রোববার এসে ঢাকায় অফিস করবেন।
Sildenafilgenerictab News Bangla News Paper