বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সুইস ইয়ার্ডের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয় যায়।।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, ১৩২ কেভি সঞ্চালন লাইনের জন্য নতুন একটি ট্রান্সফরমার বিদ্যুৎকেন্দ্রের সুইস ইয়ার্ডে বসানো শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রান্সফরমারটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এর কিছুক্ষণ পর সেটিতে আগুন ধরে যায়। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
Read More News
ইফতারের আগ মুহূর্তের ওই আগুনের লেলিহান শিখা দুইশ ফুট উপরে উঠে যায়। এতে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।