বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর শেষ সিনেমা ‘মম’ চীনে দুদিনে আয় দাঁড়িয়েছে ২৭ কোটি রুপি।
Read More News
গত শুক্রবার (১০ মে) জি স্টুডিওস ইন্টারন্যাশনাল চীনে ‘মম’ ছবিটি মুক্তি দেয়। ৩৮ হাজার ৫০০ পর্দায় প্রদর্শিত হয় ছবিটি। মুক্তির দিন ভারতের প্রতিবেশী দেশটিতে শ্রীরাম রাঘবনের ‘অন্ধধুন’-এর চেয়ে ভালো ব্যবসা করেছে ছবিটি। দ্বিতীয় দিন রানি মুখার্জির ‘হিচকি’র চেয়ে বেশি আয় করেছে ‘মম’।
‘মম’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শ্রীদেবী। দর্শক ও চিত্রসমালোচকদের প্রশংসা পায়। দুটো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায়। সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন শ্রীদেবী আর নেপথ্য সংগীতের জন্য পুরস্কার পান এ আর রহমান।
ভারত ছাড়া এর আগে পোল্যান্ড, চেক রিপাবলিক, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে মুক্তি পায় ‘মম’।
Sildenafilgenerictab News Bangla News Paper