জাহাঙ্গীরনগরে ক্লাস নিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিভাগটির ৪২তম আবর্তনের (মাস্টার্স) ‘গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ’ কোর্সের ক্লাস নেন তিনি।
Read More News

তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম। এর আগে একই কোর্সে ১০টি ক্লাস নেন তিনি।
গেল বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে একটি ক্লাস নিলে শিক্ষার্থীরা ড. হাছান মাহমুদকে নিয়মিত শিক্ষক হিসেবে পেতে ইচ্ছা প্রকাশ করেন। শিক্ষক-শিক্ষার্থীদের দাবি ও অনুরোধে গত সেপ্টেম্বর থেকে জাবিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। খণ্ডকালীন শিক্ষক হিসেবে মন্ত্রী নিয়মানুযায়ী প্রতি কোর্সের জন্য এক হাজার টাকা করে পাবেন।

বিভাগটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া বলেন, আমরা পরিবেশ নিয়ে কাজ করা আরও অন্যান্য গুণী ব্যক্তিদের ক্লাস নেয়ার জন্য নিয়ে আসব। এ উদ্যোগটা আমরা নিয়েছি যাতে করে আমাদের শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে যে কাজ হচ্ছে তার সাথে আপডেট থাকতে পারে।

এদিকে তথ্যমন্ত্রী ক্যাম্পাসে আসার পর স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রশাসনের ব্যক্তিরা কথা বলতে আসলে তিনি ভীড় না করে তাদের চলে যেতে বলেন। মন্ত্রীর অফিস কিংবা বাসায় গিয়ে কথা বলতে বলেন।

এর আগে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ড. হাছান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *