আজ শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে আগুন লেগেছে। এই ভবনের নবম তলায় আগুন লাগে। ভবনের চতুর্থ তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়। তবে ওই কার্যালয়ের কোনো সমস্যা হয়নি বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানান, ভবনের নবম তলায় এনসিআর ক্রেডিট রেটিং লিমিটেডের অফিস থেকে আগুনের সূত্রপাত হয়।
Read More News
গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম সাংবাদিকদের বলেন, আমরা মনে করছি এটি উদ্দেশ্যমূলক! ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার জন্য এটি উদ্দেশ্যেপ্রণোদিত বলে ধারণা করছি। আগুনের কারণে ভবনের বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে, লিফট বন্ধ করে দেয়া হয়েছে। এটি একটি অজুহাত তৈরি করার জন্য বলে মনে হচ্ছে।