প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এবার মুম্বাইয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন। বুধবার আয়োজিত সেই অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী, আত্মীয়-স্বজন ও বন্ধুরা অংশ নেন। পরিচয়পর্বে প্রিয়তমকে দেখিয়ে অতিথিদের এই বিশ্বতারকা বলেন, ‘ইনিই আমার স্বামী নিক জোনাস।’
এদিন সব্যসাচীর ডিজাইন করা নেভি ব্লু রঙের লেহেঙ্গার সঙ্গে হীরের গয়না পরেছিলেন প্রিয়াঙ্কা। নিক পরেছিলেন ধূসর রঙের স্যুট ও কালো রঙের শার্ট।
Read More News
১ ও ২ ডিসেম্বর যোধপুরের উমেইদ ভবন রাজপ্রাসাদে হলিউড গায়ক ও অভিনেতা নিক জোনাসকে খ্রিস্টান ও হিন্দু রীতিতে বিয়ে করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা। ডিসেম্বরের শুরুতেই তারা দিল্লিতে একটি সংবর্ধনা অনুষ্ঠান করেন। সেখানে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এরপর হানিমুনের জন্য ওমানে যান প্রিয়াঙ্কা-নিক। সেখান থেকে এসে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ঈশার বিয়েতে যোগ দেন তারা।
Sildenafilgenerictab News Bangla News Paper