নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।
বুধবার (১৪ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে আবারো জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, সব ব্যাপারে আমাদের সাহায্য সহযোগিতা করবেন যাতে অবাধ-নিরপেক্ষ নির্বাচন দেশে হতে পারে। আমরা আশা করি, বাকি সময়ে, নির্বাচন চলাকালীনও আমরা একই রকম সহযোগিতা পাবো।’
Read More News
এদিকে, ভোটের তারিখ ৩ সপ্তাহ পেছানো, সেনা মোতায়েনসহ জাতীয় ঐক্যফ্রন্টের বিভিন্ন দাবি নির্বাচন কমিশন বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।