অভিনেত্রী সাক্ষী তানওয়ারের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান দ্বিতীয়া। নয় মাসের এক কন্যাশিশুকে দত্তক নিয়েছেন ‘দঙ্গল’ অভিনেত্রী সাক্ষী।
পরিবারে নতুন সদস্য যোগ হওয়ায় সাক্ষী তানওয়ার খুব খুশি। তিনি বলেন, আমার মা-বাবার আশীর্বাদে, পরিবার ও বন্ধুদের সমর্থনে কন্যাসন্তান দত্তক নিয়েছি, সে নয় মাসে পা দিয়েছে। এ খবর জানাতে পেরে আমি খুব উচ্ছ্বসিত; আশা করি, এটা আমার জীবনে অনেক আনন্দ বয়ে আনবে।
সাক্ষী বলেন, নিঃসন্দেহে এটা আমার জীবনে সবচেয়ে বড় মুহূর্ত এবং আমি ও আমার পুরো পরিবার দ্বিতীয়াকে আলিঙ্গন করতে পেরে গর্বিত। সে আমার সব প্রার্থনার ফল এবং এ জীবনে তাঁকে পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
Read More News
রুপালি পর্দা ছাড়াও টেলিভিশনে অন্যতম প্রশংসিত মুখ সাক্ষী তানওয়ার। সব মহল থেকে প্রশংসিত ‘দঙ্গল’ ছবিতে তিনি সুপারস্টার আমির খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। তাঁর পরবর্তী ছবি ‘মহল্লা আসি’, এতে সানি দেওলের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।
Sildenafilgenerictab News Bangla News Paper