আজ সোমবার বিকেলে আওয়ামী লীগের এক সমাবেশে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইলেকশান সামনে, এখন সাত দফা দাবি। সংসদ ভাঙ, প্রধানমন্ত্রীর পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার এগুলো এই সাত দফা দাবি, মামাবাড়ির আবদার।
এ সময় সাত দফা দাবিকে নির্বাচন বানচালের দাবি বলেও তিনি মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, সাত দফা দাবি নয়, সাত দফা হলো ষড়যন্ত্রের দাবি। নির্বাচন বানচালের দাবি।
সমাবেশে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব চ্যালেঞ্জিং। তাই আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ঐক্য রাখতে তিনি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ঘরের মধ্যে ঘর করবেন না। মশারির মধ্যে মশারি খাটাবেন না। আগামী নির্বাচন খুব চ্যালেঞ্জিং। এই নির্বাচন দেশি-বিদেশি অনেক শত্রুতা আছে, চক্রান্ত আছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
Read More News
এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, গত ১০ বছরে বিএনপি কোনো সফল আন্দোলন করতে পারেনি। নির্বাচন কমিশন আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবে, এখন আর বিএনপির আন্দোলনের ঘোষণায় সাড়া দেবে না জনগণ।