রাজধানীতে ৫ জেএমবি সদস্য আটক

রাজধানীর ডেমরার মাতুয়াইল এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে পাঁচ জেএমবির সদস্যকে আটক করেছে। রোববার দিবাগত রাতে তাদের আটক করা হয়ে।এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদী বই উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে জেএমবির ময়মনসিংহ জেলা আমির হুযাইফা আকন্দ ওরফে শাহিন ওরফে সিয়াম (২৫), জেএমবি সদস্য মো. ইয়াছিন আলী ওরফে শফিক, মামুনুর রশিদ ওরফে মামুন, আবুল হাশেম ওরফে হাশেম সওদাগর ওরফে তোফাজ্জল হোসেন ও মো. সফিউল ইসলাম খালিদ। আটককরা ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে হামলা ও নাশকতার পরিকল্পনা করছিল বলে র‌্যাব দাবি করছে।
রোববার রাতে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি টিম রোববার রাতে মাতুয়াইলের কাঠেরপুল এলাকার বাঘবাড়িতে অভিযান চালায়। এ সময় ময়মনসিংহ জেলার জেএমবি আমির আকন্দসহ পাঁচ জেএমবি সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আইইডি, বিস্ফোরক দ্রব্য এবং বোমা উদ্ধার করা হয়েছে।
র‍্যাব থেকে পাঠানো প্রেসরিলিজে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা জেএমবি সংগঠনকে পুনরায় সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য নতুন সদস্যদের কাছ থেকে ইয়ানত সংগ্রহ এবং জেএমবি সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছিল।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *