বাপ্পা মজুমদার ও চাঁদনীর বিবাহ বিচ্ছেদের খবর কয়েক মাস। বাপ্পা মজুমদার উপস্থাপক তানিয়া হোসেনকে বিয়ে করে সংসার করছেন। দেশ-বিদেশে কনসার্ট করছেন।
অন্যদিকে, চাঁদনীর মায়ের সঙ্গে বসুন্ধরার আবাসিক এলাকার বাসায়। এখন বাসাতেই বেশি সময় কাটে।
Read More News
দীর্ঘদিন পর চলতি মাসে একটি রোমান্টিক নাটকের শুটিং করেছেন বলেও জানান চাঁদনী। নাটকের নাম ‘শূন্যতায় পূর্ণতা’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুষার খান। নাটকটিতে সজলের বিপরীতে অভিনয় করেছেন চাঁদনী।
এ বিষয়ে চাঁদনী বলেন, ‘এ বছর প্রথম সজলের সাথে নাটকে অভিনয় করলাম। অনেকদিন সজলের সঙ্গে কোনো কাজ করা হয়নি। শুটিংয়ের অভিজ্ঞতা ভালো ছিল।
একক নাটকে অভিনয় নিয়মিত করার ইচ্ছে রয়েছে চাঁদনীর। ভালো গল্প ও মনের মতো চরিত্র পেলে কেন নাটক করব না? অবশ্যই করব। এখন আমি অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।