১৬ সেপ্টেম্বর প্রিয়াঙ্কা চোপড়ার হবু বর নিক জোনাসের জন্মদিন। রবিবার নিজের ২৬ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন নিক। তবে এই দিনটা শুধু নিকের কাছেই নয়, প্রিয়াঙ্কার কাছেও বেশ স্পেশাল।
তবে শুধুই প্রিয়াঙ্কা নন, এদিন নিকের জন্মদিন সেলিব্রেট করতে হাজির ছিলেন তাঁর পরিবারের সদস্যরা ও বন্ধু-বান্ধবরা। ইনস্টাগ্রামে নিক জোনাসের বিশেষ একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে নিককে নীল রঙের একটি জামা পরে থাকতে দেখা গেছে। ক্যাপশানে প্রিয়াঙ্কা লিখেছেন, `জন্মদিনের সপ্তাহ শুরু হল`।
Read More News
এছাড়াও সোশ্যাল সাইটে লস অ্যাঞ্জেলসে নিকের জন্মদিনের সেলিব্রেশনের আরও একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। যেখানে প্রিয়াঙ্কা ছাড়াও আরও বেশকিছু বন্ধু-বান্ধব ও নিকের ভাই জো জোনাসকে দেখা যাচ্ছে। হাতে কিছু নগদ টাকা নিয়ে মুখ ঢেকে রয়েছেন জো। ক্যাপশানে প্রিয়াঙ্কা লিখেছন `বার্থডে হ্যাং`।
শোনা যাচ্ছে আগামী মাসেই ২৬ বছরের নিকের সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন ৩৬ বছরের প্রিয়াঙ্কা।
Sildenafilgenerictab News Bangla News Paper