লবিস্ট নিয়োগ করে চাপ সৃষ্টি করতে চাইছে বিএনপি

আজ শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের দেশের জনগণের চাপ ছাড়া অন্য কোনো চাপের কাছে শেখ হাসিনার সরকার নতি স্বীকার করবে না।’ তিনি আরো বলেন, ‘এই দেশের রাজনীতিতে প্রমাণ হয়ে গেছে বিএনপি নামক রাজনৈতিক দলটির যতদিন অস্তিত্ব থাকবে এদেশে কোনো শান্তি আসবে না।’

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন। দলের পক্ষ থেকে দিবসটি কীভাবে পালন করা হবে তা চুড়ান্ত করতেই আয়োজন করা হয় এই সভার।
Read More News

বিএনপি মহাসচিবের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গ ওবায়দুল কাদের বলেন, আলোচনা হতেই পারে এ নিয়ে আমাদের কোনো বিরূপ মন্তব্য নেই। জাতিসংঘের যদি কোনো পরামর্শ থাকে দিতে পারেন। তবে সংবিধানের বাইরে অন্য কিছু করার বিকল্প কোনো পথ খোলা নেই।

দেশে কোন অশান্তি নেই তাই বিএনপির আন্দোলনের ডাকে সাধারণ জনগন সাড়া দিচ্ছে না বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সেজন্যই বিদেশে লবিস্ট নিয়োগ করে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে তারা।’

ওবায়দুল কাদের বলেন, ‘লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করার যে কূট কৌশলের আশ্রয় বিএনপি নিয়েছে, তারা বোকার স্বর্গে বাস করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *