গতকাল বুধবার ভারতের নয়াদিল্লি থেকে পররাষ্ট্র এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো বাংলাদেশ হাইকমিশনের এক ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে, চীনের অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশে বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
ফ্যাক্স বার্তায় বলা হয়, সম্প্রতি চীন এক সতর্কবার্তায় ভারতকে জানিয়েছে, ব্রহ্মপুত্র নদের উজানে তিব্বতে যা জাঙপো নদী নামে পরিচিত সেখানে ভারি বৃষ্টিপাত হওয়ায় তারা অতিরিক্ত পানি ছেড়ে দেবে।
জাঙপো নদীর পানি ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। যার ফলে কর্তৃপক্ষ ব্রহ্মপুত্র নদে পানি ছেড়ে দেওয়ার পরিমাণ বাড়াতে বাধ্য হয়েছে। ভারত বিষয়টি নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তিব্বতের জাঙপো নদী ব্রহ্মপুত্র নাম নিয়ে ভারত ও বাংলাদেশের মাঝ দিয়ে বয়ে গেছে।
Read More News
চীনের সতর্ক বার্তা অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার অরুণাচল প্রদেশ ও আসাম কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বলে ফ্যাক্স বার্তায় জানানো হয়।