আওয়ামী লীগকে বিশ্বাস করে আমি হেরে গেছি

শনিবার দুপুরে বরিশালে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলের যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, আমি আওয়ামী লীগকে বিশ্বাস করে সিটি নির্বাচনে হেরে গেছি।

বরিশালের মানুষ আমাকে পাঁচ বার ভোট দিয়ে নির্বাচিত করেছে। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ এভাবে করতে পারে। তারা গৌরনদী-আগৈলঝাড়াসহ বাইরের বিভিন্ন স্থান থেকে লোকজন এনে বরিশালবাসীর ভোট কেড়ে নিয়েছে, বরিশালবাসীর ওপর আগ্রাসন চালিয়েছে।
Read More News

সভায় অন্যান্যের মধ্যে উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সহকারী সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *