শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছে নায়িকা শ্রীদেবীর ছোট মেয়ে খুশি। আর সুপারহিট দুই তারকার সন্তানদের এক সঙ্গে বড় পর্দায় নিয়ে আসছেন করণ জোহর।
আগেও বহু তারকা সন্তানের বলিউডে অভিষেক করিয়েছেন করণ জোহর। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রারও করণের হাত ধরেই বলিউডে এসেছেন। করণ জোহরের হাত ধরেই বলিউডে পা রেখেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। এবার পা রাখবে জাহ্নবীর বোন খুশি।
Read More News
বনি কাপুরের কাছ থেকে তার দুই মেয়ের দায়িত্বই নিয়েছেন প্রয়াত নায়িকা শ্রীদেবীর ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর। খুশির জন্য ভালো চিত্রনাট্য তৈরি করছেন করণ। আর খুশির বিপরীতেই শাহরুখ পুত্রকেও আনছেন নতুন চমক হিসেবে। অফিসিয়ালি জানা যাবে আরও কিছুদিন পরে।
Sildenafilgenerictab News Bangla News Paper