আনুষ্ঠানিক ভাবে বাগদান সম্পন্ন হয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাসের। আর দুপুরেই একটি ছবি পোস্ট করে রীতিমত হইচই ফেলে দিয়েছেন!
এতোদিন মিডিয়া জুড়ে নিক জোনাসকে জড়িয়ে প্রেমের গুঞ্জনে চুপ ছিলেন প্রিয়াঙ্কা। প্রেম বিষয়ে কোথাও কোনো স্ট্যাটমেন্ট দিতেও শোনা যায়নি। সব সময় এ বিষয়টি এড়িয়ে গেছেন। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে শনিবার সকালে পাঞ্জাবী রীতি অনুযায়ি প্রিয়াঙ্কার মুম্বাইয়ের বাড়িতে আমেরিকান নিক জোনাসের সাথেই বাগদান সম্পন্ন হয় প্রিয়াঙ্কার। এসময় শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরাই ছিলেন। এমনকি বলিউডের কাউকে দেখা যায়নি। তবে বেশ কিছু ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।
Read More News
আর এবার সবাইকে রীতিমত চমকে দিলেন প্রিয়াঙ্কা নিজেই! কারণ এতোদিন ধরে তিনি যে সম্পর্কটি গোপন রাখছিলেন, সেটা কড়া ভাবেই যেন প্রকাশ্যে আনলেন এই নায়িকা। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কার ব্যাচেলর জীবনের ইতি ঘটতে চলেছে!

Sildenafilgenerictab News Bangla News Paper