এবারের ঈদে আফরান নিশো ও তানজিন তিশা’র নাটক ‘লালাই’।
নাটকের গল্প লিখেছেন আনিসুর বুলবুল, নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ’র পরিচালনায় নির্মিত হলো নাটক ‘লালাই।’ একটি গরুকে কেন্দ্র করে গড়ে ওঠা এক মর্মান্তিক কাহিনিকে ঘিরে আবর্তিত হয়েছে নাটক।
Read More News
এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, অনেক হৃদয় বিদারক একটি গল্পে কাজ করলাম। অভিনয় করতে গিয়ে খুব বাস্তব একটা এক অনুভূতি হৃদয়ে কাজ করেছে। আমি বিশ্বাস করি দর্শকদের গভীর ভাবে নাড়া দেবে লালাই নাটকটি।
নির্মাতা মাবরুর রশিদ বলেন, ঈদে ভালো কাজগুলোর একটি হতে যাচ্ছে লালাই। একটি কোরবানির গরুকে কেন্দ্র করে এর গল্প শুরু হয়েছে। নির্মাণ ভালো হয়েছে। বাকিটা দর্শকেরা জাজ করবে।
নিশো-তিশা ছাড়াও নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আরিত্রা, রকি খান, সাগর হুদা ও সিয়াম নাসির। ঈদ উপলক্ষ্যে নাটকটি ধ্রুব মিউজিক স্টেশনের ধ্রু টিভিতে প্রকাশ হবে।