বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর মেয়ে শ্যাননকে সবাই জানেন। কিন্তু সম্প্রতি কুমার শানু বললেন, শ্যাননকে তিনি ২০০১ সালে দত্তক নিয়েছিলেন।
সোসাইটির ভয়েইয় মেয়ের আসল পরিচয় গোপন করেছিলেন তিনি।
আমি যখন শ্যাননকে দত্তক নেই তখন আজকের মতো এতো ম্যাচিউরড ছিলো এই সমাজ। তাছাড়া আমি ভয় পেয়েছিলাম শ্যানন জানলেই বা বিষয়টি কেমন দেখাবে। সমাজে মানুষের কথার ভয়তো ছিলোই। কিন্তু এখন সব ভয় কেটে গেছে। দত্তক হোক কিংবা নিজের মেয়ে হোক আমি শ্যাননকে নিয়ে গর্ব বোধ করি।
Read Our More News
শ্যাননের জন্যই আমি হলিউডে জনপ্রিয়। শুধু তাই নয় হলিউডে যারা আমাকে চেনেন তারা আমাকে শ্যাননের বাবা বলেই জানেন। আর এই পরিচয়ে আমি গর্বিত।
প্রসঙ্গত, সংগীতের দুনিয়ায় শ্যানন বেশ জনপ্রিয়। জাস্টিন বিবারের লেখা ও সংগীতায়োজনে তার গানের শুরু।