রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আজও রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা গাড়ি আটকে লাইসেন্স পরীক্ষা করছেন, লাইসেন্স থাকলে গাড়ি ছেড়ে দিচ্ছেন। চালকদের পুরস্কৃত করছেন, না পেলে গাড়ির চাবি রেখে দিচ্ছেন।
Read More News
পুলিশ সদস্যদের লাইসেন্সও চেক করছেন তারা। সাধারণত ট্রাফিক পুলিশরাই অন্য চালকদের লাইসেন্স চেক করেন। এবার তাদের লাইসেন্স চেক করছেন শিক্ষার্থীরা। তাদের অনেকে শিক্ষার্থীদের প্রতি সহযোগিতামূলক মনোভাব দেখাচ্ছেন। কেউ কেউ স্বতঃস্ফূর্ত হয়ে নিজের লাইসেন্স দেখাচ্ছেন। এর আগে হেলমেট না থাকায় এক পুলিশ সদস্যকে নিজের নামে মামলা করতে বাধ্য করেছিলেন শিক্ষার্থীরা।
 Sildenafilgenerictab News Bangla News Paper
Sildenafilgenerictab News Bangla News Paper