রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৩০ জুলাই) সকাল ১০টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধন করার কথা ছিল শিক্ষার্থীদের। কিন্তু সড়কের ওপর পুলিশ তাদের জড়ো হতে দেয়নি। পরে সাড়ে ১০টার দিকে শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের সামনে মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। তারা অবিলম্বে ‘জাবালে নূর’ পরিবহনের বাস চালককে গ্রেফতারে করে কঠোর শাস্তি দাবি জানান।
এ সময় নিরাপদ সড়ক নিশ্চিতেরও দাবি জানান তারা। ঘটনাস্থলে আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন রয়েছে। এদিকে, বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়ার বাবা বাদী হয়ে ‘জাবালে নূরের চালককে’ আসামি করে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন।
Read Our More News
রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী। আহত হয়েছে আরো ১৪ জন। এর মধ্যে ছয়জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।