বাড্ডা ইউলুপ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেল ৫টার দিকে হাতিরঝিল সমন্বিত প্রকল্পের বাড্ডা নর্থ ইউলুপ উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর তিনি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

রাজধানীর যানজটের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট রামপুরা-নতুনবাজার সড়ক এলাকা। যানজট কমাতে ওই সড়কের মেরুল এলাকায় তৈরি করা হয়েছে বাড্ডা ইউলুপ। ইউলুপটি ব্যবহার করে হাতিরঝিল থেকে বের হয়ে সহজেই রামপুরা-বনশ্রী-মালিবাগের দিকে যাওয়া যাবে। একইভাবে এসব এলাকা থেকে যে কোনো যানবাহন নির্বিঘ্নে হাতিরঝিল দিয়ে কারওয়ান বাজার বা মগবাজারের দিকে যেতে পারবে।
Read Our More News
হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ও তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় নির্মিত করা হয়েছে বাড্ডা ইউলুপ। ২০১৫ সালের জুনের দিকে শুরু হয় বাড্ডা ইউলুপের কাজ। পরে মেয়াদ বাড়িয়ে ২০১৮ সালে এসে ৪৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের ইউলুপের কাজ শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *