রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ দেওয়া হয়। পর ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য থেকে সেরা কাজের জন্য ২৫টি বিভাগে মোট ৩১ জন বিজয়ীর হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্রেস্ট, মেডেল ও চেক তুলে দেন তিনি।
শিল্পীদের জন্য সবচেয়ে বড় সম্মানজনক পুরস্কার হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রতিবছরের ন্যায় এবারও প্রদান করা হয়েছে এই রাষ্ট্রীয় পুরস্কার।
Read More News
২০১৬ সালে সেরা অভিনেতা হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার বুঝে নিয়েছেন চঞ্চল চৌধুরী (আয়নাবাজি)। এছাড়া দ্বৈতভাবে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়ে পুরস্কার নিয়েছেন তিশা (অস্তিত্ব), কুসুম শিকদার (শঙ্খচিল)।
এ সময় ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
এবারের আসরে যৌথভাবে আজীবন সম্মাননা পান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা ও ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা ফারুক।