ধানমণ্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে আট লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় সেখানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
হাসপাতালের কয়েকটি বিভাগে অভিযান চালানো হয়। তাদের অপারেশন থিয়েটারে গিয়ে কয়েকটি সংবেদনশীল ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়, যেগুলোর অধিকাংশই ছিল মেয়াদোত্তীর্ণ। তাই তাদের ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Read More News
ধানমণ্ডির আরও দুটি হাসপাতালে অভিযান চালানো হবে। এরপর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।